কিছু দিন আগেই যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইনের বিরুদ্ধে। বিতর্কের মুখে অধিনায়কত্ব ছাড়তে বাধ🌠্য হয়েছেন তিনি। এবার সেই ঘটনায় নাম জড়াল পেইনের দুলাভাই শ্যানন টাবের। একই তরুণীর সঙ্গে নাকি মেসেজে কথা বলেছেন এমন অভিযোগ ওঠেছে তাꦗদের বিরুদ্ধে।
এরই মধ্যে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শ্যাননও একজন ক্রিকেটার ছিলেন। তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ড খেলেছেন তিনি। পরে সেই দলের হয়েই কোচিং করিয়েছেন। কিন্তু যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় কোচের পদ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, যে মহিলা কর্মীকে ফোনে অশ্লীল মেসেজ পাঠিয়েছেন তিনি সেই একই ত🌠রুণীর সঙ্গে নাম জড়িয়েছে পেইনের।
ক্রিকেটকে বিদায় জানানোর পর পেইনের বোনকে বিয়ে করেন শ্যানন। জানা গিয়েছে, ২০১৮ সালে যে সময় পেইনের স꧂ঙ্গে তরুণীর মেসেজে কথা হয়েছিল সেই একই সময়ে তার কথা হয় শ্যাননের সঙ্গে। অর্থাৎ একই সময়ে শ্যালক ও দুলাভাই দুইজনের সঙ্গেই কথা হত তরুণীর।
যদ🙈িও তার বিরুদ্ধে ওঠা অভিযাগের জবাবে পেইন জানিয়েছিলেন, তরুণীর সম্মতিতেই তার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তাকে বলির পাঁঠা করা হচ্ছে। শ্যা﷽নন অবশ্য এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ শুরু হতে আর বাকি মাত্র তিন সপ্তাহ। তার 🙈আগে যৌন কেলেঙ্কারি নিয়ে বিতর্কে উত্তাল অস্ট্রেলিয়া ক্রিকেট। আর তার কেন্দ্রে পেইনের পরিবার।